শিলং : গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মেঘালয়ের ১৭২ ব্যাটালিয়নের সৈন্যরা বৃহস্পতিবার দুটি অল্টো গাড়িতে নৃশংসভাবে আটকে থাকা দুটি গবাদি পশুকে উদ্ধার করেছে।
পূর্ব জৈন্তিয়া পাহাড়ের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গরুগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিল পাচারকারিরা।
বিএসএফ সূত্রে জানা গেছে, সোনাপুর সেতু পূর্ব জৈন্তিয়া পাহাড়ে মোতায়েন বিএসএফ সৈন্যরা যানবাহনগুলোকে আটকে দেয়।
বিএসএফ যানবাহনগুলিকে থামতে সংকেত দেয় কিন্তু চালক পরিবর্তে গাড়িটিকে উমকিয়াং এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিএসএফ তাদের পিছু ধাওয়া করে এবং গরু বোঝাই গাড়ি আটক করতে সক্ষম হয়।
জব্দকৃত গবাদি পশুগুলোকে অত্যন্ত করুণ অবস্থায় পাওয়া গেলেও চালকরা রাস্তার পাশে ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত গবাদি পশু ও যানবাহন দুটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উমকিয়াং পুলিশ পোস্টে হস্তান্তর করা হয়েছে।