আসাম-ত্রিপুরা সীমান্তে ৩৫হাজার বোতল ফেনসিডিল জব্দ, আসাম পুলিশের সফল অভিযান

Spread the love

করিমগাঞ্জ : মাদক চোরাচালানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সফল অভিযান চালাল আসাম পুলিশ।

করিমগঞ্জ জেলার আসাম-ত্রিপুরা সীমান্তে শুক্রবার একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ কোডাইনযুক্ত ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।

পুলিশ ট্রাকের ভিতর থেকে ৩৫০টি কার্টনে ৩৫,৩০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে। ফেনসিডিল নিয়ে ট্রাকটি আগরতলার দিকে যাচ্ছিল।

জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা। জব্দ করা ফেনসিডিল বোতলগুলো বহনকারী ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর MP-07-HB-7850।

পুলিশ ট্রাক চালক রকমত আলী ও হ্যান্ডিম্যান আশিক আলীকে আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ আইনে মামলা দায়ের করেছে।

পুলিশের সন্দেহ, চোরাকারবারীরা সীমান্তের বেড়ার কাজের সুযোগ নিয়ে মাদক পরিবহনের চেষ্টা করছিল।

এর আগে ২৪ জুন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মেঘালয়ের ৪৩ তম ব্যাটালিয়নের জওয়ানরা বাগমারা পুলিশের সাথে যৌথ অভিযানে ১৭৯ বোতল ফেনসিডিল সহ এক মহিলাকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফের সৈন্যরা বাগমারা পুলিশের সহযোগিতায় দক্ষিণ গারো পাহাড়ের সীমান্তবর্তী গ্রাম ফান্দার বাসিন্দা মাইথি চ মারাক নামে এক মহিলার বাড়ি থেকে ১৭৯টি ফেনসিডিল বোতল বাজেয়াপ্ত করে।

বাংলাদেশে পাচার করার জন্য ফেনসিডিলের বোতলগুলো রাখা হয়েছিল।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক নারী ও জব্দকৃত ফেনসিডিল পরবর্তীতে বাগমারা থানায় হস্তান্তর করা হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token