শালচাপরা, প্রতিনিধি : আজ শালচাপরা ভেটেনারি ফার্ম সংলগ্ন খেলার মাঠে স্থানীয় নন্দী ইয়াং ক্লাব পরিচালনায় গোলাপ গিরি ও চন্দ্র কীর্তি গিরি স্মৃতি রক্ষার্থে এক দিবসীয় মহিলা ফুটবল খেলার আয়োজন করা হয়.
এদিন কালাইন জালালপুর ও হাইলাকান্দি দুটি মহিলা ফুটবল টিমের মধ্যে খেলা হয়।
উক্ত খেলায় হাইলাকান্দি ডিএসএ টিমের খেলোয়াড়রা কালাইন জালালপুর টিমকে ৩ গোলে হারিয়ে জয়ী হয়।
এই সম্পূর্ণ খেলার আয়োজনে ছিলেন আদিত্য গিরি বড়পাত্র সিনা ও সঞ্জয় গিরি সিনহা।
সংবাদমাধ্যমে স্থানীয়রা জানান এই বৃহত্তর এলাকায় একটি খালি মাঠ রয়েছে, যেখানে কিছুদিন আগেই লজিস্টিক পার্ক হওয়ার কথা ছিল।
কিন্তু কোন কারণবশত এখনো পর্যন্ত হয়নি তাই সরকারের কাছে তাদের দাবি যে এই খালি মাঠে একটি খেলার স্টেডিয়াম গড়ে তুললে বরাক উপত্যকার খেলোয়াড়দের জন্য অত্যন্ত ভালো হবে।
এদিন উপস্থিত ছিলেন শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ রহিম বরি, বিশিষ্ট সমাজসেবী শংকর শীল, জাকির হোসেন লস্কর, আতাউর রহমান বড়ভূঁইয়া, মলয় মুখার্জী, রমাকান্ত সিনহা প্রমূখ।