পিএনসি : চোখের রোগ দেখা দেওয়ায় এস এম দেব সিভিল হাসপাতালের সহযোগিতায় সেচ্ছাসেবী প্রতিষ্ঠান কমোনারস শিলচরে আবাসিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে থাকা শিশু শ্রমিক ও স্কুল ছুটদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করে।
এতে হাসপাতালের ডাঃ রোহন বিশ্বাস সহ কয়েকজন চিকিৎসক অংশ নেন এবং চোখের রোগের আগাম ব্যাবস্থা নিতে আবাসিক দের বিভিন্ন পরামর্শ দেন।
শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের চক্ষু বিভাগের ডাক্তার লক্ষী এস এবং কমোনারসের সভাপতি জাবেদ আহমদ তাপাদার বক্তব্য রাখেন। এই চিকিৎসক দলে ডাঃ সুমিত ওয়ারসিয়া ও ডাঃ পারমজিৎ কলিতা সহ কমনার্সের পক্ষে অভ্রজীৎ দে, শায়ংখ পাল ও দিবাকর দাস অংশ নেন।