অনিমেষ চক্রবর্ত্তী, বড়খলা : সোমবার কালাইন-শিলচর সড়কের ভাঙ্গারপার উদয়ন বিদ্যাপিঠের সামনে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়।
স্থানিয়দের সূত্রের বিবরণে জানাগেছে, রানিঘাট থেকে কালাইন যাওয়ার পথে একটি বাইক দ্রুত গতিতে ভাঙ্গাঁরপার উদ্দয়ন বিদ্যাপিঠের দুই ছাত্রকে সজোরে ধাক্কা মারে।
এতে ছাত্ররা মাটিতে ছিটকে পড়ে গুরত্বর আহত হয়। দুই ছাত্র ইমরান উদ্দিন বড়ভূইয়া ও সাহিনা বেগম বড়ভূইয়া।
দুজনই ভাঙ্গারপার ২য় খণ্ডের বাসিন্দা। স্থানিয়রা সঙ্গে সঙ্গে ঘতনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে তাদেরকে সোনাপুর প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা খুবই গুরুতর দেখে শিলচর ম্যাডিকেল কলেজে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় ভাঙ্গারপার পুলিশ ও বড়খলা থানার ওসি গৌতম চন্দ্রকুমার।
কিন্তু পরিস্থিতি আরও উৎতপ্ত হয়ে ওঠে, তাই বাধ্য হয়ে কাটিগড়া সার্কেল ম্যাজেসট্রিট ঘটনাস্থলে পৌঁছতে হয়।
আহত ছাত্রদের সম্পুর্ন ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন উদ্দয়ণ বিদ্যাপিঠের ছাত্র-ছাত্রীরা।
স্থানিয়রা গণ আওয়াজকে জানান, তাদের দীর্ঘদিনের দাবী ছিল উদ্যন বিদ্যাপিঠের সামনে সড়কে স্পিডব্রেকার বসানোর।
কিন্ত বিভাগীয় অবহেলায় আজ পর্যন্ত বসানো হয়নি। স্পীডবেকার থাকলে এই দুর্ঘটনা হতো না।
সার্কেল ম্যাজিষ্ট্রেট তাদের অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে বিভাগীয় আধিকারিক ও ইঞ্জিনিয়ারকে অতি সত্তর সড়কের যেগুলি অংশ ভাঙ্গা রয়েছে সেগুলি মেরামত সহ স্পীডবেকার বসাতে বলেন।
এদিকে ছাত্রী সাহিনা বেগম বড়ভুইয়া বর্তমানে আইসিইউতে অকাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।