হাইলাকান্দি প্রতিনিধি, গণআওয়াজ : নাবালক হত্যা মামলায় শেষ পর্যন্ত অভিযুক্তের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল হাইলাকান্দির অতিরিক্ত জেলা দায়রাজজের আদালত।
দুই নাবালককে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় আইপিসি ৩০২ ধারায় এই আদেশ দেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা দায়রা জজ মাহমুদ হুসেন বড়ভূইয়া।
এছাড়াও অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডে দণ্ডিত করেন।
একই সঙ্গে এই হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচলক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিএলএসএ মারফত সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর কাটলিছড়ার কাটানালার জঙ্গলে বাঁশের করল তুলতে গেলে অভিযুক্ত কুচি রায় ত্রিপুরা নাবালক সঞ্জয় রায় ত্রিপুরা এবং ধনঞ্জয় ত্রিপুরাকে হত্যা করে।
পরে দুই নাবালকের মৃতদেহ রাতে অন্ধকারে বাড়িতে নিয়ে পুকুরে জলে ফেলে দেয়।
এব্যাপারে কাটানালার ভূলনজয় ত্রিপুরা কাটলিছড়া থানায় ১৫২/২০২৩ নম্বরে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ এবং আদালতের কাছে চাঞ্চল্যকর বয়ান দেন অভিযুক্ত কুচি রায় ত্রিপুরার ছেলে সন্তোষ রায় ত্রিপুরা।