কাঠিগড়া প্রতিনিধি : ড্রাগস মুক্ত সমাজ গড়ার প্রশাসনের নেওয়া পদক্ষেপের সঙ্গে বুরুঙ্গা গাঁও পঞ্চায়েতের জনগণও এক বৃহৎ সিদ্ধান্ত নিয়েছেন।
কাঠিগড়া বিধানসভা সমষ্টির বুরুঙ্গা জিপির তিনঘরি পূর্ব জ্যামে মছজিদ চৌহদ্যত হাজী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড্রাগস বিরোধী একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
সভার সভাপতি এনামুল হককে সভাপতি এবং মহি উদ্দিনকে সম্পাদক করে ১৫ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
গাঁওরক্ষী বাহিনীর সভাপতি সুরমান আলী জানান, বিগত দিনে কালাইন থানার অসি মনমোহন এবং বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রূপম দাস সমগ্ৰ অঞ্চলে ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছিলেন।
এই অঞ্চলটিকে ড্ৰাগস মুক্ত হিসাবে গড়ে তুলতে গাঁওরক্ষী বাহিনীর সাথে সচেতন নাগরিকরাও বিভিন্ন ধরণের কঠোর পদক্ষেপ গ্রহন করেন।
সুরমান আসাম সরকারের নির্দেশ অনুসারে যুব সমাজকে ড্রাগস সেবন থেকে সরে আসার আহ্বান জানান। সভাত জামাল উদ্দিন, ইনামুল হক, মহি উদ্দিন, আফাস উদ্দিন, সুরমান আলী, আব্দুর রহিম লস্কর, আমিরুল হক সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট গণ আওয়াজ।