ব্যুরো রিপোর্ট : সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত ঘাড়মুরা জিপির বাঘছড়া এলাকার জনগণ আজ ভোট বয়কটের ডাক ভোটারদের
ঘাড়মুরা জিপির ধলেশ্বরী নদীর পশ্চিমাঞ্চলের বাঘছড়া এলাকার জনগণ স্বাধীনতার পচত্তর বছর পর আজ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
বাঘছড়া, কপলআলা, গুটগুটি, অর্জনফা, রায়ফল মারা, বালি নালা, এলাকার কয়েকশত মানুষ আজ প্রতিবাদে বিক্ষোভ দেখান।
তারা আসাম সরকার হায় হায়, কৃপানাথ মাল্লাহ হায় হায়, হিমন্ত বিশ্ব শর্মা হায় স্লোগানে উত্তাল প্রতীবাদ জানান।
এদিন আসাম সরকার এবং কৃপানাথ মাল্লাহর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির ২৭৮নং বুথের সভাপতি জগদিশ দাস ও স্থানীয় বিজেপির একনিষ্ঠ কর্মী স্বপন দেব।
এলাকা বাসীর অভিযোগ, অসম সরকার উন্নয়ন থেকে তাদেরকে সম্পূর্ণরূপে বঞ্চিত করে রেখেছে।
প্রতিবার ভোট এলে তাঁদের এলাকায় গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন নেতা মন্ত্রীরা।
কিন্তু ভোটের পরে তাঁদের টিকির নাগাল পাওয়া যায় না এমন অভিযোগ তুলে ধরেন এলাকাবাসী।
স্থানীয় সমাজকর্মী পূর্বজয় রিয়াং জানান তাঁদের এলাকায় মোট ১২টি গ্রাম মিলিয়ে ১৫ হাজারেরও অধিক ভোট রয়েছে।
তাদের দাবীগুলোর মধ্যে প্রথম দাবি হলো ধলেশ্বরী নদীর পূর্বপার থেকে পশ্চিমপার যাওয়ার জন্য একটি পাকা সেতুর প্রয়োজন।
দাবী নং-২, রামনাথপুর থেকে ধলেশ্বরী নদীর ঘাট পর্যন্ত মাটির রাস্তাকে পাকা করে দিতে হবে।
দাবী নং-৩, তাঁদের এলাকায় ১৫ হাজারেরও বেশি ভোটার জনবসতি থাকা সত্বেও কোনো সরকারি স্কুল নেই, স্কুল স্থাপন করতে হবে।
দাবী নং-৪, এলাকায় কোনো গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং বিদ্যুতের ব্যবস্থা নেই এগুলোর ব্যবস্থা করতে হবে।
দাবী নং-৫, এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কোন ব্যবস্থা নেই, অবিলম্বে জল জীবন মিশন প্রকল্প স্থাপন করে মানুষের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে।
এলাকার এই সমস্যার সমাধানে সরকার এগিয়ে না আসলে তারা ভোট বয়কট করবেন, কোনো দলকেই লোকসভা নির্বাচনে ভোট দেবে না জানান তারা। যে দল তাদের এলাকার জনগণের উন্নয়নের স্বার্থে এগিয়ে আসবে, তারা সেই দলকে বিপুল ভোট দিয়ে এলাকা থেকে নির্বাচিত করবেন বলে সাফ জানিয়ে দেন স্থানীয়রা।