যুব সম্মেলনে করিমগঞ্জ আসছেন স্বামীর পৈত্রিক আবাসের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ

Spread the love

সাজিয়ে তুলা হচ্ছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন

জুলি দাস

করিমগঞ্জ, ২৩ আগস্ট : যুব সম্মেলনকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে। ঝাড়পোচ, নতুন রং-এর প্রলেপ পড়ছে।

সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। মহারাজ এবং স্বেচ্ছাসেবকদের আলাদা করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

যুব সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার স্বামী বিবেকানন্দের পৈত্রিক আবাস-এর সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ এবং ডিব্রুগড় রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বেদসারানন্দজি মহারাজ।

যুব সম্মেলন উপলক্ষে চূড়ান্ত ব্যস্ত করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ এবং সহ-সম্পাদক স্বামী রামভদ্রানন্দ মহারাজ।

আগামী নভেম্বরে রামকৃষ্ণ মিশনে দীক্ষাদান হবে বলে জানা গেছে। যুব সম্মেলন উপলক্ষে ২৬ আগস্ট পুরোদিন বিভিন্ন কার্যসূচি রয়েছে।

 সকাল সাড়ে আটটা থেকে অনুষ্ঠান শুরু হবে। প্রথমে নাম নথিভূক্তকরণ, এরপর প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে সম্মেলনের সূচনা হবে।

এছাড়া অন্যান্য কার্যসূচির মধ্যে থাকছে-বিবেকানন্দকে ঘিরে বাছাই করা যুব প্রতিনিধিদের বক্তব্য।

বিভিন্ন বিদ্যালয়, কলেজে বিবেকানন্দকে নিয়ে আয়োজন করা বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা অংশ নেবে বক্তৃতায়। থাকবে কু্ইজ প্রতিযোগিতা।

প্রথমবারের মতো বাছাই করা ৪২ জন ছাত্র-ছাত্রীদের এককালীন ‘রামকৃষ্ণ-বিবেকানন্দ স্কলারশিপ’ প্রদান করা হবে।

‘রামকৃষ্ণ মিশন ও আদর্শ জীবন গঠন’ বিষয়ের উপর বক্তব্য রাখবেন স্বামীজীর পৈতৃক আবাস কলকাতার সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ এবং ‘ভারতবর্ষ ও নারী জাগরণ’ বিষয়ের উপর বক্তব্য রাখবেন ডিব্রুগড় রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বেদসারানন্দজি মহারাজ।

অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হবে।

করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ ‘গণ আওয়াজ’কে বলেছেন, যুব সম্মেলনে এবার থেকে করিমগঞ্জে প্রথমবারের মতো ‘রামকৃষ্ণ-বিবেকানন্দ স্কলারশিপ’ প্রদান করা হবে।

মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন মেধাবী, দুস্থ এবং চরিত্রবান ছাত্র-ছাত্রীকে এই স্কলারশিপের জন্য বাছাই করা হয়।

চেকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণের স্কলারশিপ তাদের দেওয়া হবে।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাছাই করা ছাত্রছাত্রীরা যুব সম্মেলনে স্বামী বিবেকানন্দের উপর বক্তব্য রাখবে।

চার শতাধিক যুব প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবে বলে জানান প্রভাসানন্দ মহারাজ।

রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হওয়া যুব সম্মেলন ছাড়া আরো বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ এবং স্বামী বেদসারানন্দজি মহারাজ।

২৪ আগস্ট হাইলাকান্দিতে যুব সম্মেলন, ২৫ আগস্ট এরালিগুল দিনদয়াল উপাধ্যায় মডেল কলেজে যুব সম্মেলন অংশ নেবেন। এদিনই সন্ধ্যা সাতটায় করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে এক ধর্মসভায় বক্তব্য রাখবেন তারা। ২৭ আগস্ট হাইলাকান্দিতে ভক্ত সম্মেলনে যোগ দেবেন। ২৮ আগস্ট দুইজন ফিরে যাবেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token