মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : বরাক উপত্যকার অর্থনীতির মূল উৎস স্থানীয় সুপারি ক্রয়-বিক্রয়ের উপর সরকারের নিষেধাজ্ঞায় উপত্যকার অর্থনীতি স্তব্দ হয়ে পড়েছে।
বিশেষ করে হাইলাকান্দি জেলার ৬২টি গ্ৰাম পঞ্চায়েতে প্রায় তিন হাজার কাঁচা সুপারির ফেক্টরী ছিল।
প্রতি বছর ভাদ্র মাসে এসব কাঁচা সুপারির ফেক্টরী খুলে রটা বানিয়ে বাহিরে রপ্তানি করা হয়, কিন্তু গত বছর থেকে এসব কাঁচা সুপারির ফেক্টরী বন্ধ রয়েছে।
বার্মিজ সুপারির তকমা লাগিয়ে রটা সুপারির রপ্তানি বন্ধ করা হয়েছে। তাই জেলার ক্ষুদ্র থেকে বড় বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করতে হয়েছে।
এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার সুপারি চাষীরা।
সবাই সরকারের দিকে তাকিয়ে রয়েছে।
কিন্তু সরকারের কোন হেলদুল নেই। এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে রাইজর দলের হাইলাকান্দি জেলা কমিটি।
রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর আগামী ৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সফরের সময় তার সভাস্থলের সামনে গণসত্যাগ্ৰহ করার ঘোষণা করেন।
এই গণসত্যাগ্ৰহে রাইজর দল, কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি সহ জেলার হাজার হাজার কৃষক শ্রমিক যোগ দেবেন জানান তিনি। মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফরের আগে রাইজর দলের গণসত্যাগ্ৰহের এই ঘোষণায় সমস্যায় ফেলতে পারে জেলার পুলিশ প্রশাসনকে।