জুলি দাস
করিমগঞ্জ : বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের অতীত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে করিমগঞ্জে মন্ত্রী পীযুষ হাজরিকার কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করলো কংগ্রেস।
সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক মন্তব্য শোভা পায় না বলে মন্তব্য করেছেন প্রতিবাদকারীরা।
স্লোগানও দেওয়া হয়।
অসম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের অতীত নিয়ে মিথ্যা অভিযোগ উত্থাপন করেন মন্ত্রী পীযুষ এই অভিযোগ করে প্রতিবাদকারীদের।
তারা বলেন, সমগ্র অসমে বাঙালি সহ অন্যান্যদের মধ্যে কমলাক্ষ দে পুরকায়স্থের আলাদা স্থিতি রয়েছে। সরকারের বিরুদ্ধে অসম বিধানসভায় সরকারের টুটি চেপে ধরেছেন তিনি।
ফলে বিজেপি সরকার বিধায়ক কমলাক্ষকে ভয় পায়।
এজন্যই মিথ্যা ও মনগড়া মন্তব্য করে বরাক তথা অসমীয়া সমাজের কাছে কমলাক্ষকে ছোট করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মন্ত্রী তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকা। অতিসত্বর মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি চান তারা।