অসীম রায়, লক্ষীপুর : দুদিন ব্যাপী ভূমিকম্পের উপর মক এক্সারসাইজ সচেতনতা শিবিরের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল লক্ষীপুরে।
এনডিআরএফ গৌহাটি বিভাগের উদ্যোগে মঙ্গলবার লক্ষীপুর পৌরসভার সভাকক্ষে মক এক্সারসাইজ সচেতনতা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক তথা লক্ষীপুর মহকুমার মহকুমাধিপতি সুদীপ নাথ।
এছাড়াও ছিলেন, এনডিআরএফ বিভাগের ইন্সপেক্টর কিশান লাল, লক্ষীপুরের সার্কেল অফিসার জনাথন ভাইপে, ম্যাজিস্ট্রেট লক্ষ্যজিৎ গগৈ এবং লক্ষীপুর পৌরসভার চেয়ারম্যান মৃনাল কান্তি দাস।
সভায় ভূমিকম্পের উপর মক এক্সারসাইজ নিয়ে বক্তব্য রাখেন এনডিআরএফ বিভাগের ইন্সপেক্টর কিশান লাল, লক্ষীপুরের মহকুমাধিপতি সুদীপ নাথ ও সার্কেল অফিসার জনাথন ভাইপে।
পরে প্রজেক্টরের মাধ্যমে ভূমিকম্পের পর কোন দূর্ঘটনার স্থানে এনডিআরএফ বিভাগের পক্ষ থেকে কিভাবে কাজ পরিচালনা করা হয় তাহা বিস্তারিত তুলে ধরেন ইন্সপেক্টর কিশান লাল।
তিনি বিস্তারিত ভাবে কোন বিভাগের কি কি দায়িত্ব পালন করতে হবে তাবুঝিয়ে দেন।
তাছাড়া ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি না করে কি ভাবে নিজেকে রক্ষা করবেন তার দুটি দৃশ্য সবার সম্মুখে পরিবেশন করে দেখান এনডিআরএফ-এর কর্মীরা।
দুদিনের কার্যসূচির মধ্যে মঙ্গলবার ছিল শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন এবং বুধবার একেই সময়ে সকাল আটটা থেকে লক্ষীপুর পৌরসভার সভাকক্ষে ও পয়লাপুল জহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণে মকড্রিলের প্রশিক্ষণ দেওয়া হবে।
উক্ত শিবিরে লক্ষীপুর মহকুমার জনসংযোগ, আই ডাব্লিউ টি ডি, শিশু বিকাশ প্রকল্প, বন, পূর্ত, মীন, বিদ্যুৎ, পুলিশ, দমকল, শিক্ষা, সার্কেল, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।