সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৭এপ্রিল : রাতাবাড়ি বিধানসভার কালাছড়া হাসপাতালেও অন্যান জেলার সঙ্গে সঙ্গতি রেখে প্রথমবারের মতো বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা উৎসব পালিত হয়েছে।
এই উৎসব আগামী ৮ এপ্রিল পয্যন্ত বিভিন্ন হাসপাতালে সেবা উৎসব হিসাবে পালিত হবে বলে জানা যায়।
সে দিনের সভার প্রারম্ভে অথিতি বরন সহ ফিতা কেটে অনুষ্টানের সুচনা করেন ডাঃ শ্যামসের পাটক।
উপস্থিত ছিলেন করিমগঞ্জ জলসেচ বিভাগের পথিক দও, করিমগজ্ঞ জেলা পরিষদ সদস্য হেলাল খান, কালাছড়া হাসপাতালের ডাঃ বিবুরঞ্জন পান্ডে, ডাঃ শুভ কান্তি পাল ও আশা কর্মী সহ অন্যানরা।
বিভিন্ন বক্তারা বলেন, রোগীরা ডাক্তারদেরকে ইশ্বরের দ্বিতীয় অধিকারী হিসাবে গন্য করেন। তাই ডাক্তারদেরকে রোগীর প্রতি যত্নবান হয়ে সেবা প্রদানের আহ্বান জানান বক্তারা।
অনুষ্টানে রাজ্যর মুখ্য মন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার সেবা মুলক অনুষ্টানের জন্য সাধুবাদ জানানো হয়।