ব্যুরো রিপোর্ট : আসাম সরকার পূজার ট্যাক্স ৩০০ টাকা ধার্য্য করায় তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছে বাঙালি নবনির্মাণ সেনা (বিএনএস)।
দলের কেন্দ্রীয় সভাপতি প্রতিক্রিয়ায় বলেন, সরকার সবকিছুর উপর টেক্স ধার্য্য করে সাধারণ মানুষকে লুণ্ঠন করে আসছে।
এখন হিন্দুদের পূজার্চনার উপরও টেক্স ধার্য করে বুঝিয়ে দিয়েছে তাদের কাছে টাকাই সর্বস্ব।
বিএনএস রাজ্যের হিমন্ত নেতৃত্বাধীন বিজেপি সরকারকে এমন দুঃসাহস না দেখাতে চরম হুসিয়ারি দিয়েছে।
বিজেপিকে স্বৈরতান্ত্রিক বলেও উল্লেখ করে।
বিজেপি সরকারের সমর্থকদের আক্রমণ করে বিএনএস সভাপতি বলেন, হিন্দুত্ববাদী সরকার পূজার উপর ট্যাক্স ধার্য আপনাদের মুখে ঝামা ঘষে দিয়েছে।
তিনি আরো বলেন, রাজ্যের বিজেপি সরকার বিহু কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান দিতে পারে, অথচ দুর্গাপূজায় আর্থিক অনুদান না দিয়ে ট্যাক্স ধার্য করেছে!
অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে ৭০ হাজার করে অনুদান দিচ্ছে।
আসামের হিমন্ত নেতৃত্বাধীন বিজেপি সরকারের হিন্দু বিরোধি কাজের জন্য বিএনএস সভাপতি প্রীতম দেব ধিক্কার জানান।
তিনি রাহুল গান্ধীকে হিন্দুত্ব নিয়ে কাজ করার উপদেশ দেওয়ার আগে নিজেদেরকে শুধরে নেওয়ার পরামর্শ দেন।