সিপ্রীয়ান ডায়াস, হাইলাকান্দি : লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস সহ ২৬টি রাজনৈতিক দল মিলে ইণ্ডিয়া নাম দিয়ে জোট গঠনের তীব্র প্রতীবাদ জানালেন বিএসওয়াইএফের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মিরা।
আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে আমাদের দেশের নাম হল “ইণ্ডিয়া” দেশের নাম দিয়ে রাজনৈতিক দলের জোট গঠন করা মোটেই যুক্তিসঙ্গত নয়।
তাই তিনি এই রাজনৈতিক দলের জোটের ইণ্ডিয়া নাম অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান।
কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার ইংরেজ আমলের পূর্ব থেকে চলে আসা দেশের ইণ্ডিয়া নাম বাদ দিয়ে ভারত রাখার পরিকল্পনারও তিনি তীব্র সমালোচনা করেন।
মীরা জানান যে যুগ যুগ ধরে চলে আসা আমাদের দেশের ইংরেজি নাম ইণ্ডিয়াকে বাদ দিয়ে ভারত রাখাটা কতটুকু যুক্তিসঙ্গত তা জানতে চায় বিএসওয়াইএফের ছাত্র সংগঠন।
ছাত্রনেতা আলী হোসেন মীরা আরো বলেন যে আমাদের দেশের বাংলা এবং হিন্দিতে নাম ভারতবর্ষ আছেই।
কিন্তু বিশ্বের প্রতিটি দেশের কাছে আমরা ইণ্ডিয়ান বলে পরিচিত। তাই আলী হোসেন মিরা আমাদের দেশের নাম ইণ্ডিয়া বহাল রাখার পক্ষে জোরালো আওয়াজ তুলেন।