মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : চব্বিশের নির্বাচনে ভোট বৈতরণী পাড়ি দিতে বিজেপি সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করেছে।
শুক্রবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে ব্লক মহিলা কংগ্রেসের বর্ধিত সভায় এ মন্তব্য করে জেলা কংগ্রেস নেতৃত্ব।
জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মার পৌরহিত্যে আয়োজিত সভায় মূখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা রবিনা সুলতানা মজুমদার।
তিনি ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্ৰহনের পর এই প্রথম সভায় অংশগ্রহণ করে কংগ্রেসের মহিলা শক্তিকে জোরদার করার আহ্বান জানান।
রবিনা সুলতানা বলেন, বিজেপি সরকার চব্বিশের ভোট বৈতরণী পাড়ি দিতে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করেছে, কিন্তু কংগ্রেস মহিলাদের স্বার্থে সমর্থন করেছে।
এই বিল প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সংসদে উত্থাপন করেছিলেন, মনমোহন সিংও মহিলা সংরক্ষণ বিল উত্থাপন করেছিলেন।
কিন্তু তখন বিজেপি এর বিরোধিতা করেছে।
বর্তমানে লোকসভা ভোটের আগে লালিপপ স্বরূপ সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করেছে। রবিনা বলেন এই বিল পাস করতে বিজেপির কোন কৃতিত্ব নেই।
জেলা কংগ্রেসের সভাপতি সামসুদ্দিন বড়লস্কর হাইলাকান্দিতে কংগ্রেসেকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি মহিলা সেলের পদাধিকারীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে আহ্বান জানান।
বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের মুখপাত্র আইনজীবী রুকন উদ্দিন বড়ভূইয়া, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন বড়ভূইয়া, মিতুজ্জামান লস্কর, মনোজ মোহন দেব, আব্দুর রৌফ লস্কর প্রমুখ।
প্রত্যেকেই বিজেপি সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করে শীঘ্রই কংগ্রেসের সুদিন ফিরে এসেছে বলে আশা প্রকাশ করেন।
আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইণ্ডিয়া জোটের সরকার হবে বলে নিশ্চয়তা দেন জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ।
এদিনের সভায় জেলার ছয়টি ব্লকের মহিলা কংগ্রেসের পদাধিকারীদেরকে আনুষ্ঠানিক ভাবে নিযুক্তি পত্র প্রদান করা হয়। নবনিযুক্ত পদাধিকারীরা হলেন অঞ্জনা রানী রায়, রাবিয়া বেগম চৌধুরী, নাসিমা আক্তার লস্কর, মরিয়ম নেসা বড়ভূইয়া, অনামিকা রায়, সাকিরা বেগম ও মাধুরী দত্ত সেনাপতি প্রমুখ।