সুপ্রিয় পাল, দুল্লভছড়া : কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিস স্বল্প সঞ্চয় এজেন্ট বিরোধী নীতির প্রতিবাদে ২১ দফা দাবির ভিত্তিতে ২ অক্টোবর থেকে আন্দোলনে নেমেছে রাষ্ট্রীয় স্বল্প সঞ্চয় অধিকর্তা সংগঠন।
দিল্লীর যন্তর মন্তর থেকে সারা দেশ জুড়ে আন্দোলনে নেমেছেন এজেন্টরা। চলবে আগামী ৬ অক্টোবর পযর্ন্ত।
একইভাবে তারা কর্ম বিরতিও পালন করে যাবেন।
সরকারের এজেন্ট বিরতি নীতির প্রতিবাদে জেলার এজেন্টরা ৩ অক্টোবর করিমগঞ্জ হেড পোস্ট অফিস কার্যালয়ের প্রাঙ্গণে ধর্ণায় বসেছেন।
তারা জানান, ১৯৬০ সালে ভারতের অর্থনৈতি খারাপ অবস্থায় ছিল, সেই সময়ে অর্থনীতিকে স্বচ্ছ করতে ডাক বিভাগ ভিত্তিক এজেন্ট প্রথার আরম্ভ হয়।
যাতে এজেন্ট মারফৎ প্রত্যন্ত অঞ্চল থেকে টাকা সংগ্রহ করা যায়।
কিন্তু বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু এজেন্টদের কমিশন ২ টাকা থেকে কমিয়ে ৫০ পয়সা করা হয়েছে।
এতে এজেন্টদের অনাহারে দিনযাপনের করা সহ নব প্রজন্মকে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হতে হচ্ছে।
সরকারের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস থেকে বঞ্চিত হতে হচ্ছেন তারা।
তারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রকল্প চালু করেছেন।
তাই এজেন্টের দাবী মেনে নিতে অনুরোধ জানানো হয় সংস্থার তরফ থেকে। অন্যতায় আন্দোলন আরও তিব্র হবে বলে জানান অধিকর্তা সংগঠনের কর্মকর্তারা।