ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে এ বার সোচ্চার হলো অসম দেশপ্রেম জাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার শিলচরে জাগরণ মঞ্চের কর্মকর্তারা কমলাক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার বিপুল পরিমানের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।
জাগরণ মঞ্চের সাধারণ সম্পাদক সৌরভ দেব গুরুতর অভিযোগ এনে কমলাক্ষকে আক্রমন করেন।
তিনি বলেন শুধু চা-বাগিচা নয়, বিভিন্ন স্থানে নামে-বেনামে সম্পত্তি রয়েছে কমলাক্ষর।
এ ব্যাপারে ইডি, সিবিআই তদন্তের দাবি জানান তিনি।
বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের অর্থ কী ভাবে খরচ হয়েছে তার তদন্তও দাবি করা হয়।
২০১১ সালে শাসক দল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর থেকেই এলাকা উন্নয়ন তহবিল নয়ছয় থেকে শুরু করে অনেক অনিয়ম ও কেচ্ছা-কাহিনীতে জড়িয়ে রয়েছে কমলাক্ষর নাম।
অনেক প্রকল্পে কাজ না করেই টাকা আত্মসাত হয়েছে এমন কথাও শোনা যায় বলে জানান সৌরভ দেব।
সৌরভ অভিযোগ করে বলেন, বরাক- দরদী তকমা লাগিয়ে কমলাক্ষ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করে চলেছেন।
কার্যত মুখ আর মুখোশের খেলা বলেও উল্লেখ করেন তিনি!
সৌরভ স্পষ্ট করে বলেন, কমলাক্ষের রাজনৈতিক জীবনে আদর্শ বলে কিছুই নেই। তিনি অনেক অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। নানা মারাত্মক অপরাধে বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে।