সুপ্রিয় পাল, দুল্লভছড়া : দুল্লভছড়া রেলওয়ে স্টেশনে দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে প্রকাশ্যে এল সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়ক বিজয় মালাকারের গোষ্ঠি দ্বন্দ্ব।
এই অনুষ্ঠান রেল বিভাগের নিজস্ব হলেও পুরোটাই যেন হাইজ্যাক করে নিয়েছিলেন সাংসদ কৃপানাথ মালা।
এছাড়া নিজের বিধানসভা সমষ্টিতে এত বড় এচিভমেন্ট থাকার পরও অনুপস্থিত ছিলেন বিধায়ক বিজয় মালাকার।
তবে তাঁর প্রতিনিধি মনোরঞ্জন সিনহা সহ ঘনিষ্ঠ অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
কিন্তু কাউকেই ডায়াসে স্থান দেওয়া হলনা, এমনকি বক্তব্যটুকু রাখারও সুযোগ দেননি অনুষ্ঠানের পরিচালক।
বিজয় ঘনিষ্ঠ হয়ায় মঞ্চে স্থান দেওয়া হয়নি বৃহত্তর প্রগতিশীল নাগরিক মঞ্চের সভাপতি অংশুমান পালকেও।
লামডিং-এর ডিভিশন্যাল ম্যানেজার চিঠি দিয়ে আমন্ত্রণ জানালেও, তাকে ডায়াসে এমনকি বক্তব্য রাখারও সুযোগ দেওয়া হয়নি।
এনিয়ে উপস্থিতিদের মধ্যে কানাঘোষা করতেও দেখা গেছে।
তবে কেউই এরজন্য আয়োজক রেল বিভাগকে দায়ি করতে রাজি নয়, সবাই এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি মনে করছেন।
উল্লেখ্য যে রেল বিভাগের এই ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, জেলা উপায়ূক্ত মৃদুল কুমার যাদব, লামডিং রেলওয়ে ডিভিশনের ডিইএম অমিত জয়সওয়াল উপস্থিত ছিলেন।
স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন, দরগারবন্দ জিপি সভাপতি হেমচন্দ্র চ্যাটাজী, জেলা পরিষদ হেলাল খান এবং উমা শঙ্কর বানিয়া। অন্যদিকে গুয়াহাটি থেকে দুল্লভছড়া গ্রামী ট্রেনের ফ্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।