হাইলাকান্দি বন্দুকমারা গ্ৰামের ভুক্তভোগী জনতা চাঁদা তুলে সংস্কার করলেন রাস্তা!

Spread the love

মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : বাহাদুরপুর পূর্ত সড়ক থেকে কাটাখাল নদী পর্যন্ত প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এই গ্ৰামীণ জনবহুল পথটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।

বন্দুকমারা মুবেশ্বর আলী মোকাম রাস্তা নামে পরিচিত এই গ্ৰামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় জনদূর্ভোগ চরমে পৌঁছে।

রতনপুর জিপির বন্দুকমারা গ্ৰামের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সহ কয়েক হাজার মানুষ চলাচল করেন এই রাস্তা দিয়ে।

স্বাধীনতার পর থেকে তারা ভোটাদিকার প্রয়োগ করে অনেক পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে বিধানসভা এবং লোকসভায় প্রতিনিধি নির্বাচিত করে পাঠিয়েছেন।

কিন্তু কেউই কোন গুরত্ব না দেওয়ায় এখনও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন বলে আজ সংবাদ মাধ্যমে অভিযোগ তুলেছেন বন্দুকমারা এলাকার ভুক্তভোগী জনতা।

এলাকার ভুক্তভোগী জনগণ অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি মতো হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর এই রাস্তাটি পাকা করে দেওয়ার কথা।

কিন্তু প্রায় দুই বছরের বেশি সময় বিধায়কের কার্যকাল চলছে এখনও এই রাস্তায় বিধায়ক তহবিলের কোন কাজ হয়নি।

স্থানীয় জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুর রহমান মজুমদার, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জাকির হোসেন ও জেলাপরিষদ চেয়ারম্যান প্রতিনিধি মাসুক আহমদ বড়ভূইয়ার কিছু আর্থিক সহায়তা এবং এলাকার মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে কয়েক গাড়ি সেন্টি পাথর দিয়ে আপাতত এই বেহাল রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই এই বেহাল রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্করের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token