হিবজুর রাহমান, গণআওয়াজ : সোনাবাড়িঘাট বাজারের মুরগির হাটের সামনে দাড়িয়ে কথা বলে দিতে হল এক ব্যক্তিকে জরিমানা।
এরকম এক গুরত্বর অভিযোগ করলেন রাকিব হুসেন বরভুইয়া নামের এক পথচারী।
শুক্রবার জুম্মার নামাজ শেষ করে সোনাবাড়িঘাট হয়ে শিলচরের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন রাকিব হুসেন বরভুইয়া নামের ওই ব্যক্তি।
সোনাবাড়িঘাট মুরগি বাজারের সামনে আসার পর সেই সময় ওপর দিকের বাজারের মুরগি হাট থেকে এক ব্যক্তি আবর্জনা জমা করে রাস্তার মধ্যে ফেলে।
কিন্তু সেই আবর্জনা বাইক আরোহী রাকিবের উপরে পড়ে। রাকিব সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, কেন তিনি আবর্জনা রাস্তায় ফেলছেন।
এতেই ক্ষেপে যান বাজারের আবর্জনা ফেলা ওই ব্যক্তি।
তিনি রাকিবকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, এমনকি বাজারের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য ওই ব্যক্তি জোর করে জরিমানা করে।
সেই সময় ঘটনা স্থলে প্রচুর লোক জড়ো হলেও কারো আবর্জনা ফেলা বাজারের ওই ব্যক্তির ব্যক্তির বিরুদ্ধে কথা বলার সাহস হয়নি। পরে নিরুপায় পথচারী রাকিব বড়ভূইয়া সংবাদমাধ্যমের কাছে তাঁর ক্ষোভ প্রকাশ করেন।