হাইলাকান্দি প্রতিনিধি : সারা দেশের সঙ্গে ১৬ নভেম্বর হাইলাকান্দিতেও জার্নালিস্ট ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস দিবস উদযাপিত হয়।
বৃহস্পতিবার হাইলাকান্দি এস এস কলেজের অডিটেরিয়াম হলে কলেজের অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্করের পৌরহিত্যে ঝাঁকজমক পরিবেশে জাতীয় প্রেস দিবস উদযাপন করে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরাম।
উল্লেখ্য, ১৯৬৬ সালের এই দিনেই প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার পথচলা শুরু হয়েছিল।
হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের আয়োজিত অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত গণমাধ্যমের সকলকে শুভেচ্ছা জানান জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক তথা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের সভাপতি নিতীশ কুমার ভট্টাচার্য্য, সন্তোষ মজুমদার, আব্দুল হান্নান লস্কর, জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা সতানন্দ ভট্টাচার্য, অধ্যাপক ড০ নিজাম উদ্দিন লস্কর, ফোরামের কার্যকরী সভাপতি আয়নুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ইবাদুর রাহমান মজুমদার প্রমুখ।
জার্নালিস্ট ফোরাম এদিন জেলার প্রয়াত দুজন সাংবাদিকের পরিবারের সদস্যের হতে মরনোত্তর সম্মাননা ও সংবাদ জগতে বলিষ্ঠ ভূমিকা পালনকারী দুজন সাংবাদিকেক সম্মাননা প্রদান করে।
যে দুই প্রয়াত সাংবাদিককে মরনোত্তর সম্মাননা দেওয়া হয়, তারা হলেন শক্তিধর চৌধুরী ও প্রয়াত সঞ্জীব চন্দ।
সংবাদ জগতে বলিষ্ঠ ভূমিকা পালনকারী যে দুই প্রবীণ সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়, তারা হলেন নীতীশ কুমার ভট্টাচার্য্য ও আবদুল হান্নান লস্কর। অনুষ্ঠান পরিচালনা করেন হাইলাকান্দি এস এস কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ড০ মমতাজ বেগম বড়ভূইয়া।