গুয়াহাটি, ৩০ জানুয়ারি : মরার উপর খাঁড়ার ঘা। ফের বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের বিদ্যুৎ বিভাগ তথা অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (এপিডিসিএল)।
এবার বাড়ছে ইউনিট প্রতি আরও ৫০ পয়সা করে। নতুন করে বর্ধিত এই হার পয়লা ফেব্রুয়ারি থেকেই কাৰ্যকর হয়ে যাবে।
প্ৰতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ফুয়েল অ্যান্ড পাওয়ার পার্চেজ প্রাইস অ্যাডজাস্টমেন্ট (এফপিপিএ)-এর নামে অৰ্থাৎ তেলের দাম বৃদ্ধির অজুহাতে গ্রাহকদের থেকে অতিরিক্ত ৫০ পয়সা করে সংগ্ৰহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনিয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্ৰকাশ করেছে এপিডিসিএল।
উল্লেখ্য, এফপিপিপিএ-র নামে নভেম্বর মাসে প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে মাশুল বৃদ্ধি করা হয়েছিল ৩০ পয়সা করে।
নভেম্বর থেকে চলতি জানুয়ারি পর্যন্ত বিদ্যুৎ গ্ৰাহকরা এফপিপিপিএ-র নামে প্রতি ইউনিট বিদ্যুতে অতিরিক্তভাবে ৩০ পয়সা করে দিয়ে আসছেন।
কিন্তু এখন ১ ফেব্ৰুয়ারি থেকে কাৰ্যকর হওয়া এফপিপিপিএ-র নাম আরও অতিরিক্ত ৫০ পয়সা করে দিতে হবে।
উল্লেখ্য, এপিডিসিএলের প্রতি ইউনিটে ৫০ পয়সা করে মাশুল বৃদ্ধির এই প্ৰস্তাবে সবুজ সংকেত দিয়েছে দিসপুর। ইন্ধনের মূল্য বৃদ্ধির দোহাই দিয়ে চলতি বিত্ত বৰ্ষে এ-নিয়ে তিন বার মাশুল বৃদ্ধি করল বিদ্যুৎ বিতরণ কোম্পানি।