কাঞ্চনপুর প্রতিনিধি : জম্বুদ্বীপ বিহারের কঠিন চীবর দান এই ধমীয় অনুষ্ঠান বৃহস্পতিবার থেকে কাঞ্চনপুরে শুরু হয়েছে।
সন্ধ্যায় প্রদীপ নিয়ে আলোকসজ্জা এবং শুক্রবার সকালে বৌদ্ধ ধর্মের বিশ্ব পতাকা উত্তোলন করা হয়।
দশটা থেকে শুরু হয় ভিক্ষু সংঘের সঙ্গদান এবং দুপুর বারোটা থেকে অতিথিদেরকে আপ্যায়ন করা হয়। দুইটা থেকে শুরু হয় মহতী কঠিন চীবর দান অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন ভিক্ষু সংঘের সভাপতি নন্দপাল মহাতে, তিনি ধর্ম দর্শনা দেন।
এক সময়ের কাঞ্চনপুর মহকুমা শাসক, বর্তমানে শান্তির বাজার মহকুমা শাসক অবেদানন্দ বৈদ্য এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তিনি বৌদ্ধ ধর্মকে শ্রদ্ধা করেন বলে জানান।
কাঞ্চনপুরে থাকার সময় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়ম নীতি মেনে দশ দিনের জন্য দীপাসনায় (ধ্যান)-এ অংশ গ্রহন করেন। এই ধরনের দীপাসনায় তিনি অন্যান্য জায়গায়ও অংশগ্রহণ করে বলে জানান। তিনি জম্বুদীপ বৌদ্ধ বিহারের এই কঠিন জীবন দান কমিটিকে ধন্যবাদ জানান।