ধর্মনগরে নেশাগ্রস্থ বাইক চালকদের দৌড়াত্ব, গুরত্বর আহত এক পথচারী সহ বাইক চালক!

Spread the love

রত্নদীপ চক্রবর্ত্তী, ধর্মনগর : ধর্মনগরে নেশাগ্রস্থ এক বাইক আরোহীর বাইকের ধাক্কায় গুরুতর আহত এক পথচারী সহ ওই বাইক আরোহী, ঘটনাস্থলে উপস্থিত ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।

বুধবার উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগরের দিঘলবাগের নেতাজী পাড়ার তক্ষশীলা এন্ডোস্কপি হসপিটালের সামনে রাত আনুমানিক ১০টা ২০মিনিট নাগাত নেশাগ্রস্থ এক বাইক আরোহীর বাইকের ধাক্কায় এক পথচারী এবং বাইক আরোহী গুরত্বর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা এই দুর্ঘটনার খবর ধর্মনগর আগ্নি নির্বাপক দপ্তরকে জানালে দপ্তরের কর্মীরা সাথে সাথে ঘটনাস্থলে পৌছে সেখান থেকে আহত ব্যাক্তিদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যায়।

বাইকের নাম্বার TR-05-07065 এবং বাইক আরোহীর নাম নানটু দাস বয়স ২৯, ও পথচারী ব্যাক্তির নাম নিশি চক্রবর্ত্তী বয়স ৫২ বলে জানাগেছে।

উল্লেখ্য যে,  ধর্মনগর দমকল বিভাগে ফায়ার ম্যানের সংখ্যা খুবই কম, প্রতি সিফ্টে ১০ থেকে ১২ জন কর্মী থাকার কথা থাকলেও সেখানে রয়েছে ৪-৫ জন।

যার ফলে অনেক দমকল কর্মীকে অতিরিক্ত ডিউটিও করতে হচ্ছে বলে দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন।

কিন্তু তা সত্ত্বেও ধর্মনগর দমকল বিভাগে কর্মীরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এমতাবস্থায় ধর্মনগর দমকল বিভাগে যদি আরো কিছু ফায়ার ম্যান সহ কর্মী বৃদ্ধি হয় তাহলে ধর্মনগরবাসীর জন্যও ভালো হবে বলে মনে করছেন সুবুদ্ধি সম্পন্ন মানুষ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token