“ভাওয়া” নয়া থিম সং, শিল্পীদের পাশে থাকার অঙ্গীকার
হিবজুর রাহমান বড়ভূইয়া : বিসর্জনের শোভাযাত্রায় মাতাল হয়ে বেলেল্লাপনা, ডিজে মিউজিক বাজিয়ে পথচারীকে অসুস্থ করতে যাদের বিবেকে বাঁধেনা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনকে সর্বতোভাবে সমর্থন করবে শিল্পী সমাজ।
বৃহস্পতিবার শিলচরের এক অনুষ্ঠান ভবনে বরাক আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ভাওয়া) আয়োজিত বিজয়া সম্মেলনে সবার কন্ঠে ফুটে উঠলো এই অঙ্গীকারের কথা।
পাশাপাশি সরকারি স্কুলে সংগীত, অঙ্কন, নৃত্য ইত্যাদির প্রাইভেট ক্লাস করানোর ক্ষেত্রে প্রশাসনিক স্তরে সৃষ্ট কিছু জটিলতার অবসানের পক্ষে মত ব্যক্ত করা হয়।
কেননা অন্যান্য স্থানে প্রাইভেট ক্লাস করাতে হলে অনেক খরচের প্রয়োজন এবং এই খরচের ব্যয়ভার ছাত্র-ছাত্রীরা যদি নিজেদের অর্থ থেকে দিয়ে থাকেন, তবে তার পরিমাণ হবে অনেক।
ফলে ছাত্র ছাত্রীদের শৈল্পিক উত্তরণে ব্যাঘাত ঘটার আশঙ্কা থেকে যায়।
বরাক ভ্যালি আর্টিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গৌতম সিনহা, সহ-সভাপতি কার্তিক রায়- শিবাশিস চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক মণি ভূষণ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ভাস্কর দাস, কোষাধ্যক্ষ কানাই লাল দাস, প্রচার সচিব সৌমিত্র শঙ্কর দত্ত-বারীন্দ্র কুমার দাস, সুজাগ নাথ, জুয়েল নাথ, উপদেষ্টা গৌতম গুপ্ত থেকে শুরু করে উপস্থিত সবাই এদিন সাংগঠনিক পরিপূরক মতামত তুলে ধরেন।
বরাকের শিল্পীদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিজয়া সম্মেলনে আলোচনা হয় এদিন।
পাশাপাশি বরাকের শিল্পী মৈথিলি সোমকে ইন্ডিয়ান আইডলে এগিয়ে নিয়ে যেতে তথা বরাকে সুস্থ সংস্কৃতির পরিবেশ রক্ষার্থেও এদিন আলোচনা হয়।
এদিকে খুব শীঘ্রই শিলচরে সংগঠনের তরফে বড় মাপের সঙ্গীতানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তও গ্রহন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শর্মিষ্ঠা দাস চাকি, জয়দীপা চক্রবর্তী, তনুশ্রী দেব, সুরজিত সোম, সৌমিত্র দত্তরায়, সুচরিতা ধর, রাজশ্রী নাথ, সুজাগ নাথ, জুয়েল নাথ সহ অন্যান্যরা।
সভার শুরুতে বিজয়া সম্মেলন উপলক্ষে শিবাশিস চক্রবর্তীর সুরে ও কথায় সংগঠনের থিম সং “এসো শিল্পী পথ চলি, এসো জীবনের কথা বলি” উপস্থাপন করা হয়। এদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মণি ভূষণ চৌধুরী।