মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : প্রস্তুতি চূড়ান্ত, ৩ ডিসেম্বর মিরাবাড়ী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে শিক্ষক প্রশিক্ষণ শিবির। বিভিন্ন জেলার ১৩০টি মাদ্রাসার শিক্ষক এই শিবিরে অংশ নেবে।
বুধবার এদারায়ে মাদারিসে ইসলামীয়া বোর্ডের সাধারণ সম্পাদক মিরাবাড়ী জামেউল উলুম ফুরকানিয়া টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ ড০ আব্দুনূর একথা জানিয়েছেন।
প্রশিক্ষণ শিবিরে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সারিমুল হক লস্কর।
এছাড়াও থাকবেন জমাতের সভাপতি রাতাবাড়ী জামেউল উলুম নিজামীয়া টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল নিজামী।
শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন ড০ সুদীপ্তা গোস্বামী (প্রিন্সিপাল জিএসএম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি কলকাতা), মাওলানা সাজ্জাদ আলম (এইচওডি হিস্ট্রী, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা), ড০ আলতাফ হোসেন (সহকারী অধ্যাপক পাথারকান্দি কলেজ)।
প্রশিক্ষণ শিবিরে শিক্ষকদের পরিচয় পত্র বাধ্যতামূলক বলে জানিয়েছেন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুনূর।
তাছাড়াও সঙ্গে থাকতে হবে ফাইল, নোটপ্যাড ও পেন। এগুলো এদিন সকাল নয়টার আগে বোর্ডের কার্যাল থেকে সংগ্রহ করতে হবে।
পরিচয়পত্র ছাড়া কোন শিক্ষককে প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে দেওয়া হবে না। প্রশিক্ষণ শুরু হবে সকাল নয়টা থেকে, নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষার্থীদের শিবিরে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বোর্ডের সাধারণ সম্পাদক।