নিউজ ডেক্স গণআওয়াজ : এবার আমড়াঘাটের সাহসী যুবকরাই প্রকাশ্যে নিয়ে এল বার্মিজ সুপারির সিণ্ডিকেট।
পুলিশের সঙ্গে মিলে আমড়াঘাটে এই সিণ্ডিকেট চালাচ্ছিলেন ভিডিপি সম্পাদক ও সাংবাদিক পরিচয়ধারি বিক্রম বিজয় দাস।
বিক্রম বিজয় নিজের বাড়ির সামনের রাস্তা দিয়েই বার্মিজ সুপারির গাড়ি পাস করতেন।
কিন্তু গত মঙ্গলবার আমড়াঘাটে অপরিচিত ভিআইপি গাড়ির দৌড়ঝাপে এই যুবকদের সন্দেহ হয়।
বিষয়টি স্থানীয় জেলাপরিষদ সদস্যকে জানালে তাঁর নির্দেশে রাত পাহারা দিয়ে No AS-11-EC-7367 বার্মিজ সুপারির গাড়ি আটক করে তারা পুলিশকে সমঝে দেয়।
গাড়ি আটক করার পরেই সামনে আসেন বিক্রম বিজয়। কেন গাড়ি আটক করা হয়েছে? এমনকি যুবকদের গাড়ি ছেড়ে দিতেও বলেন বিক্রম।
এনিয়ে দুপক্ষের মধ্যে ঠেলা ধাক্কাও হয়।
বুধবার এই খবর সংগ্রহ করতে গণআওয়াজ-এর দুই প্রতিনিধি কচুধরম থানায় গেলে বিক্রমের সঙ্গে দেখা হয়।
তিনি এই প্রতিনিধিদের জানান, তারা প্রায়ই এভাবে বার্মিজ সুপারির গাড়ি আটকে টাকা আদায় করে ছেড়ে দেয়।
এছাড়া এটা ভিডিপি এবং পুলিশের কাজ, তারা কেন রাত বার্মিজ সুপারির গাড়ি আট করবে।
বিক্রমের কথায় ভিডিপি এবং পুলিশ মিলে সিণ্ডিকেট চালালেও সাধারণ মানুষের বলার বা প্রতিরোধ করার কোন অধিকার নেই।
তিনি নিজেকে বার বার সাংবাদিক পরিচয় দিয়ে সেন্টিমেন্ট তুলে অপকর্ম চাপা দেওয়ার চেষ্টা করেন।
কিন্তু ভুলে গেছেন সাংবাদিকদের কাজ সিণ্ডিকেট চালানো বা দেশ এবং জাতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে টাকা রোজগার করা নয়।
সমাজ, দেশ এবং জাতীর ক্ষতিকারক এমনসব প্রকাশ্যে তুলে ধরা।
যেসব যুবক নিজের জীবনের ঝুকি নিয়ে বার্মিজ সুপারির গাড়ি আটক করে পুলিশে সমঝে দিয়েছে তাদের উৎসাহিত করা। যাতে মানুষ অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রুকে দাঁড়ানোর সাহস পায়।
কিন্তু তার নিজের কুকর্ম প্রকাশ্যে আসায় এই যুবকদের বিরুদ্ধে কচুধরম পুলিশে মামলা করে প্রতিরোধ করার চেষ্টা করছেন। এসব মুখোশধারী সাংবাদিকদের জন্যই আজ সাংবাদিকদের মান তলানিতে।