তেজপুর থেকে স্পীডবোটে শিলঘাটে পৌঁছলেন বিদেশী পৰ্যটকরা

Spread the love

ওয়াহিদুর রহমান, কলিয়াবর : ব্রহ্মপুত্রের জল শুকিয়ে যাওয়ায় তেজপুরে বিলাসী জাহাজ রেখে স্পীডবোটে তাদেরকে শিলঘাটে  যেতে হয়েছে।

বিদেশী পর্যটকরা সাধারণত ব্রহ্মপুত্রের বিলাসবহুল জাহাজে করেই গুয়াহাটি থেকে উজান আসামে যান।

শিলঘাটের আসাম কো-অপারেটিভ কটন মিলস এবং কলিয়াবর টি এস্টেট পরিদর্শন করেন এবং বিহু নৃত্য উপভোগ করেন পর্যটকরা।

আজ এম ভি মহাবাহু জাহাজে করে গুয়াহাটি থেকে শিলঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন এই একুশ জনের পর্যটক দল।

কিন্তু বিলাসবহুল এই জাহাজে করে তারা শীলঘাটে পৌঁছাতে পারেনি।

ব্ৰহ্মপুত্ৰে জল কম থাকায় জাহাজটি তেজপুরে ছেড়ে স্পীড বোটে করে তাদেরকে পৌঁছেতে হল শিলঘাটে।

শিলঘাট ভ্রমন শেষ করে পর্যটকরা রাত কাটাতে স্পীড বোটে করে তেজপুরের এমভি মহাবাহু জাহাজে ফিরে আসেন।

ব্রহ্মপুত্রের জল অস্বাভাবিক ভাবে শুকিয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রকৃতিপ্রেমী। এমনকি পর্যটনও এখন হুমকির মুখে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token