কলকাতা, ৮ জানুয়ারি : পশ্চিমবঙ্গে দুই সন্দেহভাজন ইসলামিক স্টেট সন্ত্রাসীকে শনিবার গ্রেপ্তার করেছে বঙ্গ পুলিশ।
কেন্দ্রীয় তদন্তকারী একটি সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স শুক্রবার সন্ধ্যায় বিদ্যাসাগর সেতুতে থেকে তাদেরকে গ্রেফতার করেছে।
তাদেরকে জিজ্ঞাসাবাদে পুলিশ প্রাথমিক ভাবে যে তথ্য পেয়েছে তা খুবই উদ্বেগজনক।
জম্মু কাশ্মীরের মত সন্ত্রাসী হামলা, সমাজে মৌলবাদ ও বিদ্বেষ প্রচারের মাধ্যমে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা এবং খিলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছিল তারা।
হাওড়ায় সন্ত্রাসী সংগঠনের তাঁবু ছড়ানোর সঙ্গে জড়িত ছিল এই দুজন। পুলিশ তাদের ভূমিকা সম্পর্কে আরও তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
ধৃতদের মধ্যে একজন এমটেক ইঞ্জিনিয়ারিং ছাত্র এবং টিকিয়াপাড়ার আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা, অন্যজন হাওড়ার শিবপুরের বাসিন্দা বলে জানিয়েছে।
ভারতে তাদের গতিবিধি নিয়ে তারা পাকিস্তান এবং পশ্চিম এশিয়ায় তাদের হ্যান্ডলারদের সাথে সব সময় যোগাযোগ করত বলেও এক পুলিশ অফিসার বলেছেন।
দেশবিরোধী কর্মকাণ্ডে স্থানীয় যুবকদের মগজ ধোলাইয়ের সঙ্গে জড়িত ছিল এই দুজন। যুবকদের নিয়োগ, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক সংগ্রহ এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহের সঙ্গেও জড়িত ছিল।
সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী কর্মকাণ্ড ও কট্টরপন্থা প্রচার করে আসছিল তারা, এমনকি যুবকদের মধ্যে দেশবিরোধী মনোভাব জাগানোর জন্য বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের ভিডিও ব্যবহার করে আসছে।
পুলিশের ওই আধিকারিক সন্দেহ প্রকাশ করে বলেছেন, বেশ কিছু যুবক তাদের ফাঁদে পড়েছে বলে মনে হচ্ছে।
ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথি, ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ড্রাইভ, পেনড্রাইভ, সিপিইউ, নোটবুক, ডায়েরি, ডেবিট কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান তিনি। দুই সন্ত্রাসীকে আদালতে হাজির করে পুলিশ ফের ১২ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।