অমৃত পাল, কাঞ্চনপুর : পানিসাগরের একটি দোকানে থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ ব্রিজ তৈরির লোহার যন্ত্রণাংশ।
কিছুদিন পুর্বে কাঞ্চনপুর-দশদার শুকনা ছড়া বাজার সংলগ্ন একটি ব্রিজের কাজের লোহার যন্ত্রাংশ চুরি হয়।
ব্রিজ নির্মানে বরাতপ্রাপ্ত ঠিকাদার দিলিপ পাল এব্যাপারে বিভাগীয় দপ্তরকে জানান।
পরে দপ্তর থেকে কাঞ্চনপুর পুলিসে লিখিত অভিযোগ জানালে তদন্তে নেমে উজ্জল মাহিষ্য দাস ওরফে সাগরকে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও দুই অভিযুক্ত পানিসাগর পুর্তদপ্তরের নৈশ প্রহরী বীরেন্দ্র নাথ এবং পানিসাগর বাজারের ভাঙারি দোকানের মালিক সুরজিত নাথের নাম।
উজ্জল এবং বীরেন্দ্রকে নিয়ে পুলিশ অভিযান চালায় সুরজিত নাথের ভাঙারি দোকানে।
তল্লাশিতে উদ্ধার করা হয় লোহার তৈরি চব্বিশটি জয়েস্ট, আটক করা হয় ভাঙারি সুরজিত নাথকেও।
বাজেয়াপ্ত করা হয় চুরি কান্ডে জড়িত টি আর-০৫ এফ-১৮০৮ নম্বরের মালবাহী গাড়িটি। আজ তিন অভিযুক্ত চোরকে সোপর্দ করা হয় কাঞ্চনপুর মহকুমা আদালতে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।