উত্তর-ত্রিপুরা প্রতিনিধি : এক নাবালিকা ধর্ষন কান্ডে ধর্ষককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিলো আদালত।
ঘটনাটি কৈলাসহরের।
কৈলাসহর আদালতের সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় জানিয়েছন, ২০২১সালের চৌদ্দ মার্চ দুপুরে কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকা কোনো এক কাজে পাশের বাড়িতে গিয়েছিলো।
কিন্তু মোহম্মদ আলী নামের এক যুবক নাবালিকাকে জোর করে ধর্ষন করে।
এই ঘটনা নাবালিকার ভাইও দেখে ফেলে।
পরে নাবালিকার পরিবার কৈলাসহর মহিলা থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করে।
এই ছয়জনের বিরুদ্ধে পসকো আইনে মামলা হয়েছিলো।
মামলার তদন্তকারী মহিলা অফিসার শিবানী দেববর্মা ঘটনার তিনদিনের মধ্যেই অভিযুক্ত মোহম্মদ আলীকে গ্রেফতারও করেছিলো।
এই মামলাটি কৈলাসহরের স্পেশাল কোর্টের বিচারপতি অমরেন্দ্র কুমার সিং-এর এজলাসে চলছিলো।
মামলায় একুশ জনের সাক্ষী নেওয়া হয়। নাবালিকা নিজেও আদালতে জবানবন্দি দিয়েছিলো।
ছয়জনের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ না পাওয়ায় বেকসুর খালাস পেয়ে যায়।
কিন্তু মূল অভিযুক্ত মোহম্মদ আলীর বিরুদ্ধে মেডিকেল টেস্টে, ফরেনসিক টেস্টে এবং ডিএনএ পরীক্ষায় পজিটিভ আসায় তাকে আদালত কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং নাবালিকাকে ২৫হাজার টাকা জরিমানা দেওয়ার জন্যও আদালত নির্দেশ দেয়।
২৫হাজার টাকা না দিলে আরও তিন বছরের জেল হবে বলে আইনজীবী সন্দীপ দেবরায় জানান।