শুভ্রজিত আচার্য্য, জয়পুর : জয়পুর ব্লোসমস ইংরেজি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আজ শুভারম্ভ হল বার্ষিক ক্রীড়া উৎসব।
প্রথম বারের মত এবারের এই ক্রীড়া অনুষ্ঠানের শুভারম্ভ এক অনন্য রূপ নেয়।
অলিম্পিকের মত ছাত্ররা হাতে মশাল নিয়ে পুরো জয়পুর নূতন বাজার, কনকপুর রাজাবাজার, ব্লক খেলার মাঠ পরিক্রমা করে।
পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বৃদ্ধি করতে বিদ্যালয় কতৃপক্ষ এই উদ্যোগ নিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক বিভাষ দেব রায়।
তিনি বলেন, ছাত্রছাত্রীদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পাঠদান ছাড়াও ক্রীড়া, সাংস্কৃতিক ও রাষ্ট্রপ্রেম উৎসাহিত করা হচ্ছে।
বিগত কয়েক বছর ধরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লক্ষীপুর মহকুমা প্রশাসনের আয়োজিত গণতন্ত্র ও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ নিতে দেখা যায়।
প্রধান শিক্ষক জানান, অষ্টম শ্রেণীর নিচের ছাত্রছাত্রীদের প্রতিটি খেলা বিদ্যালয়েই হবে।
অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্রিকেট ফুটবল ইত্যাদি খেলা ব্লক খেলার মাঠে অনুষ্ঠিত হবে। খেলা চলবে ৩০ ডিসেম্বর শনিবার পর্যন্ত।