ব্যুরো রিপোর্ট, উধারবন্দ : রক্ষকই ভক্ষক, এই অভিযোগ উধারবন্দের জনগণ এবং ডাম্পার মালিকদের।
তাদের অভিযোগ, জেলা বন আধিকারিকের কার্যালয়ের প্রত্যক্ষ মদতে চন্ডিঘাট মাইনর মিনারেল ইউনিটের নামে পাথর মাফিয়ারা চালাচ্ছে অবৈধ পাথর ব্যবসা।
লম্বা মাসোয়ারা পাওয়ার পরও জেলা বন আধিকারিকের কার্যালয়ের আধিকারিকরা বন মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে লুণ্ঠন করছেন সরকারের কোটি কোটি টাকার রাজস্ব।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বনবিভাগের এসব অধিকারীদের কাছে লিখিত অভিযোগ জানানোর পরও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
এরমধ্যে ৫ সিএম পাথরের জন্য ২ সিএম এর চালান কেটে তিন সিএম-এর রাজস্ব আত্মসাৎ করা হচ্ছে।
কাছাড়ের বন আধিকারিকের কার্যালয়ের আধিকারিক এবং বন মাফিয়াদের পকেটে যাচ্ছে সরকারী রাজস্বের এই বৃহৎ টাকা।
জনগণের সঙ্গে এদিন ডাম্পার গাড়ির মালিকরাও কাছাড় বন বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। তাদের প্রশ্ন, পাঁচ সিএম পাথরের জন্য দুই সিএম-এর চালান কাটা হলে, ১০ সিএম এর গাড়িতে কেন আট সিএম এর চালান কাটতে হয়?