রিপন দাস, শিলচর : শিলচর জেলা বার সংস্থা আজ উৎসব মুখর পরিবেশে উদযাপন করল সার্ধশতবর্ষ।
বার সংস্থার সভাপতি দুলাল মিত্র, বিধান চন্দ্র পাল, সুমিতা সেন, নীলাদ্রী শেখর রায়, হীরেন্দ্র ঠাকুর, তুহিনা শর্মাদের হাতে প্রদীপ প্রজ্জুলণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি দুলাল মিত্র।
এরপর উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবীদের বেজ পড়িয়ে সংবর্ধনা জানানো হয়।
এদিন শিলচর জেলা বার সংস্থা শোভাযাত্রাও বের করে।
এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বার সংস্থার অফিসে এসে সমাপ্ত হয়।
শোভাযাত্রায় অংশ নেন শিলচর জেলা বার সংস্থার আইনজীবী সহ কর্মকর্তারা।
শিলচর বার সংস্থার এই সার্ধশতবর্ষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন করিমগঞ্জ, হাইলাকান্দী জেলা বার সংস্থার আইনজীবী, আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র-ছাত্রী, করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিলচর অরুন কুমার চন্দ্র আইন মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ বিশিষ্টরা।
সভাপতি দুলাল মিত্র গণ আওয়াজের ক্যামেরায় শিলচর বার সংস্থার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান প্রজন্মের যারা এই পেসায় যুক্ত তাদের কর্তব্য, শিলচর বার সংস্থার ঐতিহ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।
তাছাড়া তিনি পরবর্তী কার্যক্রম নিয়েও আলোচনা করেন। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক তথা আইনজীবী মিসবাহুল ইসলাম লস্কর, নিহার রঞ্জন দাস, দীপক রঞ্জন চৌধুরী, সুদিপ্তা চৌধুরী সহ অন্যান্য আইনজীবীরা।