নিউজ ডেক্স, গণআওয়াজ : অযোধ্যার রামলালা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা এবং ভগবান শ্রী রামের অভিষেক অনুষ্ঠানকে নিয়ে গোঠা দেশের সনাতনীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এই আনন্দ থেকে পিছিয়ে নেই বরাক উপত্যকা।
২২ জানুয়ারির এই অনুষ্ঠান উপলক্ষে আজ সকাল থেকেই উৎসব মুখর রূপ নিয়েছে উপত্যকার তিন জেলা।
বিভিন্ন এলাকা থেকে ট্যাবলো সহ বের হয়েছে বিশাল বিশাল শুভাযাত্রা।
পিছিয়ে নেই বৃহত্বর শিলকুড়ি এবং চাতলা।
আজ শিলকুড়ি বরমবাবার মন্দির থেকে ২২ জানুয়ারির এই শুভ দিন উপলক্ষে বের হয় এক বিশাল শুভাযাত্রা।
এই শুভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলকুড়ি সহ বৃহত্বর চাতলা এলাকার হাজার হাজার মানুষ।
বিভিন্ন এলাকা পরিক্রমা করে শুভাযাত্রা বরম বাবার মন্দিরে এসে সমাপ্ত হয়।
এছাড়াও আগামীকাল অযোধ্যার রামলালা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা এবং ভগবান শ্রী রামের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে বেশ কিছু কার্যসূচী নিয়েছে বরমবাবা মন্দির কমিটি।