নিউজ ডেক্স, গণআওয়াজ : রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং ভগবান শ্রী রামের অভিষেক অনুষ্ঠানের জন্য প্রস্তুত অযোধ্যা নগরী।
আমন্ত্রিতরাও প্রায় সবাই পৌঁছে গেছেন অযোধ্যায়।
শিলচর থেকে বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণপূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক, নির্মাণ কমিটির চেয়ারম্যান উদয় শংকর গোস্বামীও পৌঁছে গেছেন অযোধ্যা নগরীতে।
গণআওয়াজের সঙ্গে বার্তালাপে বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণপূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক জানিয়েছেন, লখৌন থেকে অযোধ্যার রাস্তা ফুল দিয়ে সাজিয়ে তুলা হয়েছে।
তিনি জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্তা কড়া করা হয়েছে। বিশেষভাবে পুলিশ এবং প্যারামিলিটারি দিয়ে পুরো অযোধ্যাকে মুড়িয়ে দেওয়া হয়েছে।
কিন্তু এর মধ্যেও সুরক্ষা চক্র ভেদ করে দুই দুষ্কৃতকারী আমন্ত্রিতদের থাকার অস্থায়ী আবাসে ডুকে পরে।
যদিও জিজ্ঞাসাবাদে সঠিক উত্তর না দিয়েই তারা পালিয়ে যায় বলে জানান তিনি।