পলাতক ধর্ষককে কলকাতা থেকে গ্রেফতার করল গুরুগ্রাম পুলিশ?

Spread the love

অনলাইন ডেক্স : একটি নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গত পাঁচ মাস ধরে পলাতক ২৪বছর বয়সী এক ব্যক্তিকে মঙ্গলবার কলকাতা থেকে গ্রেপ্তার করা করল গুরুগ্রাম পুলিশ।

উত্তর প্রদেশের বাগপতের বাসিন্দা ধর্ষক সুরজ গ্রেফতার এড়াতে ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করে দিল্লি ও রাজস্থানে শ্রমিক হিসেবে কাজ করত।

সেই সময় সে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় থাকত।

এছাড়া দিল্লির একটি হোটেল থেকে ১২টি মোবাইল ফোনও চুরি করে অভিযুক্ত সুরজ।

১৯ জানুয়ারি বাদশাপুরের এসএইচও ইন্সপেক্টর সতীশ কুমারের নেতৃত্বে একটি দল তাকে কলকাতার হাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

এরপরই পুলিশ তাকে স্থানীয় আদালতে হাজির করে চারদিনের রিমান্ড মঞ্জুর করে। মঙ্গলবার তাকে গুরুগ্রামে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে সুরজ বাদশাপুর এলাকার একটি আবাসিক সোসাইটিতে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত।

২০২৩ সালের আগস্টে সে ১৩ বছর বয়সী এক্তি মেয়েকে প্রলুব্ধ করে এবং তাকে ভন্ডসির কাছে একটি পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণ করে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।

সেই সময় সুরজ চুরি ও ছিনতাইয়ের মতো বেশ কিছু কাজ করেছে জানিয়েছে পুলিশ। এমনকি তাকে ২০১৮ সালে অন্য একটি ছিনতাই মামলায়ও দোষী সাব্যস্ত করা হয়েছিল।

তার এই অপরাধমূলক রেকর্ড রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে গুরুগ্রামে চুরি, ছিনতাই, ডাকাতির চারটি মামলা নথিভুক্ত করা হয়েছিল এবং দিল্লিতে তার বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে৷

বাদশাপুরের এসিপি প্রিয়াংশু দেওয়ান জানিয়েছে, ২০১৮ সালে সুশান্ত লোক থানায় নথিভুক্ত ছিনতাই মামলায় সুরজকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দেওয়ান জানান, আড়াই বছর কারাগারে থাকার পর সুরজ প্যারোলে চলে যায় এবং নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token