এবার জাতীয় পতাকা উল্টো উত্তোলন করলেন বিজেপির এক কাউন্সিলার।
মধ্যপ্রদেশের জব্বলপুরে ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজন করা হয় প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠান।
কিন্তু মহারানা প্রতাপ ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর পতাকা উল্টো উত্তোলন করেছেন।
তার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই ঘটনাটি জবলপুরের মহারানা প্রতাপ ওয়ার্ডের ধন্বন্তরী চকের রানি অবন্তী বাই মূর্তির সামনের।
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রজাতন্ত্র দিবসে উত্তোলিত জাতীয় পতাকা উল্টো।
জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বিজেপি কাউন্সিলর জিতু কাটারে জাতীয় পতাকা উত্তোলন করেন।
উল্লেখ্য, জাতীয় পতাকা উত্তোলনের সময় জাফরান রং হতে হবে উপরের দিকে এবং সবুজ রং হতে হবে নিচের দিকে।
জাতীয় পতাকার অবমাননা আইনত অপরাধ এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপির এই কাউন্সিলারের বিরুদ্ধে কি সরকারের ব্যবস্থা নেওয়ার আসপর্দা দেখাবে?