ধর্মনগর প্রতিনিধি : কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে মঙ্গলবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে সচেতনতা এবং সেমিনার অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তা ছিল উত্তর জেলা প্রশাসন এবং প্রাতিষ্ঠানিক অর্থ অধিদপ্তর।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, উত্তর জেলার অতিরিক্ত জেলা শাসক, প্রতিষ্ঠানিক অর্থ অধিদপ্তরের সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার সহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রীর জনধন যোজনা, সুরক্ষা যোজনা, জীবন জ্যোতি বীমা যোজনা, অটল পেনশন যোজনা, পোস্ট অফিসের কিষান বিকাশপত্র মাসিক ইনকাম স্কিম এবং রেকারিং ডিপোজিট নিয়ে আলোচনা হয়।
রাজ্যে চার হাজার থেকে সাড়ে চার হাজার এজেন্ট রয়েছে যারা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে সাধারণ মানুষের জন্য কমিশন ভিত্তিতে কাজ করছে।
সাইবার ক্রাইম নিয়েও আলোচনা হয়।
কি ভাবে অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের টাকা একটা অংশ হাতিয়ে নিচ্ছে এব্যাপারেও সচেতন করা হয়। এই অনুষ্ঠানে সাইবার ক্রাইম বিশেষজ্ঞ এবং রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিদের আমন্ত্রণ করা হলেও তারা উপস্থিত হতে পারেনি বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।