গণ আওয়াজ, হোজাই প্রতিনিধি, ২২ আগস্ট, সোমবার : মাদ্রাসা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন হোজাইর প্রাক্তন বিজেপি বিধায়ক শিলাদিত্য দে। নগাঁওয়ে আসাম বাঙালি পরিষদের কার্যনির্বাহী সভায় শিলাদিত্য এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করার দরকার নেই, বৃহত্তর হিন্দু সম্প্রদায় একত্রিত হলে বটদ্রভা রক্ষা পাবে।
নগাঁও ও মরিগাঁওয়ে বিপুল সংখ্যক বাংলাদেশী মুসলমানের বসবাস, গ্রামীণ এলাকায় জিহাদিদের সংখ্যা বাড়ছে।
তিনি আরও বলেন, এনআরসি বাংলাদেশি মুসলমানদের আধিপত্য বাড়িয়েছে। নগাঁও কারাগারে ৯০ শতাংশ বাংলাদেশি মুসলিম বন্দি রয়েছে। কোবাইকাট্টা, আলিপুখুরির মতো সাতরাতে অনেক নিরাপত্তাহীনতা রয়েছে।
তাই শীঘ্রই বেসরকারি মাদ্রাসাগুলির নিয়ন্ত্রণ সরকারকে নেওয়া উচিত বলেও মনে করেন বিতর্কিত হোজাইর প্রাক্তন বিজেপি বিধায়ক শিলাদিত্য দে।
লাভ জিহাদ সম্পর্কে শিলাদিত্য বলেন মুসলিমরা ‘লাভ জিহাদের’ মাধ্যমে জনসংখ্যা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে।