অনিমেষ চক্রবর্তী, বড়খলা : আইপিএল-এর কায়দায় ৫ ফেব্রুয়ারি থেকে বড়খলায় শুরু হচ্ছে ক্রিকেট লিগ।
বিএসপি-র ব্যবস্থাপনায় বড়খলা ক্রিকেট লিগ নামে এই খেলা অনুষ্ঠিত হবে কালবার্ট সংলগ্ন গ্রীন এ সি ব্লক মাঠে।
বুধবার বডখলা ব্লক মাল্টিপারপাস হলে খেলোয়াড়দের চূড়ান্ত বাছাই প্রক্রিয়া নিলামের মাধ্যমে করা হয়েছে।
বড়খলা এলাকার বিভিন্ন প্রান্তের ১৫২জন খেলোয়াড়ের মধ্যে ১২৬ জন ৮টি দলের নিলাম হয়েছেন।
খেলোয়াড়দের এই নিলাম প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বড়ভূইয়া, বড়খলা জিপির এপি সদস্য তথা কমিটির সভাপতি শিবু চন্দ্রদাস, কল্লোলজিৎ চক্রবর্তী, তালেব লস্কর, ওমপ্রকাশ সিং এবং দেবজিৎ দেওরা প্রমূখ।
আগামী ৫ ফেব্রুয়ারী শিলচর বড়খলা মহাসড়কের কালবার্টের মাঠে বিসিএল লিগ প্রতিযোগিতার আনুষ্টানিক শুভারম্ভ হবে।
এদিন নিলামের পর জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বড়ভূইয়া সকলের উপস্থিতি ও সহযোগিতা সহ খেলা উপভোগ করার আহ্বান জানান।
উল্লখ্য যে প্রস্ততির কাজ চুডান্ত, শুধু মাত্র উদ্ভোধনের অপেক্ষায। প্রতিযোগিতাটি শুধুমাত্র বড়খলা সমষ্টিভিত্তিক হবে।
এদিনের নিলামে রেকর্ড মূল্যে নিলাম হন অলরাণ্ডার প্রিয়তম দাস, তার নিলাম মূল্য ৪১০০ টাকা।
এছাড়াও সাজান বড়ভূইয়ার নিলাম মুল্য ৩৮০০ টাকা ধার্য হয়। তাদেরকে ক্রয় করেন বি, বি ফাইটার্স-এর মালিক বাপ্পি মাঝারভূইয়া।