মিঠুন বড়ুয়া, মার্গেরিটা, গণআওয়াজ : লিডু রেলওয়ে রঙ্গমঞ্চে তিন ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করল অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পরিষদ।
মার্গেরিটা মহকুমার বিভিন্ন স্থানে গজিয়ে উঠা অবৈধ কয়লা ডিপো বন্ধের দাবীতে আঞ্চলিক কমিটির উদ্যোগে এই ধর্মঘট পালন করা হয়েছে।
এদিন লিডুর রেলওয়ের রঙ্গমঞ্চে এই অবস্থান ধর্মঘটে সংগঠনের শতাধিক নেতা-কৰ্মী উপস্থিত ছিলেন।

অবৈধ কয়লা খনন বন্ধের দাবীতে ধর্মঘটস্থলে ছাত্ৰ পরিষদের নেতা-কর্মী মুহুর্মুহু স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তুলেন।
বক্তব্য দেন তিনসুকিয়া জেলার সাধারণ সম্পাদক কাঞ্চন বরা।
তিনি দীর্ঘবছর ধরে বন্ধ থাকা লিডুর টিরাপ কলিয়রি মাইনিং কোম্পানিকে পুনরায় বিজ্ঞান সম্মতভাবে কার্যক্ষম করে তুলার দাবী জানান। সেই সঙ্গে গজিয়ে ওঠা অবৈধ কয়লা ডিপো বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তুলার হুমকিও দেন তিনি।