গণআওয়াজ, ধলাই : স্বার্থান্বেষী পঞ্চায়েত প্রতিনিধিদের জন্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের সুযোগসুবিধা থেকে বঞ্চিত গ্রামের গরীব গৃহহীন মানুষ।
এরকম ঘটনার শিকার হচ্ছেন মধ্য ধলাইর পানিভরা জিপির চার নং গ্রুপ ও পাঁচ নং গ্রুপ এলাকার গরীব গৃহহীনরা।
নরসিংপুর উন্নয়ন খন্ডের মধ্য পানিভরা জিপির এই দুটি গ্রুপ এলাকার অনেক অসহায়-দরিদ্র মানুষের কাঁচা ঘর গুলো ভেঙে পড়লেও সেদিকে দৃষ্টি নেই জিপির পঞ্চায়েত কর্তাদের।
পানিভরা জিপির কাটাখাল এলাকার বজেন্দ্র সিনহা, সুষমা সিনহা, ফুলো রানী সিনহা, অনি সিনহা, জবা সিনহা, সুমিতা দাস সহ অন্যান্যরা জানিয়েছেন তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ।
অতি কষ্টে অতিবাহিত হচ্ছে তাদের জীবন।
দিনমজুরি ও অন্যান্য কাজকর্ম করে যা কিছু পান, তা দিয়ে পরিবার প্রতিপালন করেন।
এ অবস্থায় তারা ঘর নির্মান করবেন কিভাবে? এমন প্রশ্ন তোলেন।
বলেন, প্রধানমন্ত্রী আবাসের গৃহের জন্য তারা পঞ্চায়েত কর্তাদের অনুরোধ করেও একটি ঘর আর তাদের ভাগ্যে জুটছেনা। তারা ক্ষোভের সুরে জানান, যাহারা পঞ্চায়েত কর্তাদের পকেট ভারী করতে পারেন, তাহারাই পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর।