গুয়াহাটি, ১৯ নভেম্বর : আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দাইমারির নেতৃত্বে ৩২ সদস্যের এক প্রতিনিধিদল শনিবার একটি শুভেচ্ছা মিশনে বাংলাদেশে পৌঁছেছেন।
ঢাকার একটি হোটেলে প্রতিনিধিদলকে স্বাগত জানান বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রতিনিধি দলের।
প্রতিনিধি দলে শাসক ও বিরোধী দলের বিধায়ক সহ একটি সাংস্কৃতিক দল এবং আসাম বিধানসভা সচিবালয়ের আমলারা রয়েছে।
অধ্যক্ষ দৈমারি জানিয়েছেন এটি একটি শুভেচ্ছা মিশন, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় নিয়ে কথা হবে। এছাড়া বিধায়ক এবং কর্মকর্তারা বাংলাদেশ সফরকালে সে দেশের পরিবহন ও পর্যটন শিল্প অধ্যয়ন করবেন।
আসামের বিরোধীদলীয় নেতা দেবব্রত সাইকিয়া বলেছেন, বাংলাদেশ কীভাবে উন্নয়নের জন্য তার মানব কর্মীশক্তি ব্যবহার করছে আমরা সেই দিকটি দেখব। প্রতিনিধি দল বাংলাদেশের কয়েকজন মন্ত্রী এবং বাংলাদেশ সংসদের অধ্যক্ষর সঙ্গে দেখা করবে ও আগামী মঙ্গলবার আখাউড়া-আগরতলা সীমান্ত হয়ে দেশে ফিরবে।