অনিমেষ চক্রবর্তী বড়খলা : বিসিএল আয়োজিত আইপিএলের কায়দায় নাইন এ সাইড নৈশ ক্রিকেটের ফাইনালে জয়ি হল রামপুর সুপার কিং।
ফ্লাইড লাইটের মাধ্যমে শিলচর-হাফলং মহাসড়কের গ্রীণ এসি ব্লক খেলার মাঠে শনিবার রাত নৈশ ক্রিকেটের ফাইনেল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনেল ম্যাচ অনুষ্ঠিত হয় “রামপুর সুপার কিং বানাম দুধপাতিল কিং’’-এর মধ্যে।
খেলা শুরু হওয়ার আগে এদিন ‘বিসিএল’ আয়োজক সহ স্পনসার্ড এবং এলাকার ক্রীড়াপ্রেমীদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানায়।
এছাড়াও ফাইনাল ম্যাচের আগে এক জাঁকালো সাংস্কৃতিক অনুষ্ঠান- বাংলা ধামাইল নৃত্য, ডিমাসা নৃত্য, খাসিয়া নৃত্য, ঝুমুর নৃত্য, মনিপুরি নৃত্য, সাইকেল ষ্টেন পরিবেশন করা হয়।
টচে জিতে প্রথমে ব্যাটিং করে রামপুর সুপার কিং।
নির্ধারিত ৮ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১০৪ রান সংগ্রহ করে রামপুর সুপার কিং।
পরে দুধপাতিল কিং ৮ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান করে। বিসিএল ক্রিকেট টুর্নামেণ্টে ১১ রানে বিজয়ী হয় রামপুর সুপার কিং।
এদিন বিজয়ী রামপুর সুপার কিং-এর হাতে ট্রফি সহ নগদ চল্লিশ হাজার টাকা তুলে দেওয়া হয়। রানার্স পেয়েছে নগদ বিশ হাজার এবং ট্রফি।
তৃতীয় স্থান দখলকারীরা পেয়েছে দশ হাজার এবং চতুর্থ স্থান দখলকারীরা পেয়েছে পাঁচ হাজার টাকা করে।
ফাইনাল খেলা বিসিএল আয়োজকরা সহ এলাকার বিশিষ্টজনরা উপভোগ করেছেন।
ম্যান আব দ্যা ম্যাচ হয়েছেন রামপুর সুপার কিং এর জাহিদ লস্কর। জাহিদ ব্যক্তিগতভাবে ৫০ রান করেছে।
ফাইনাল ম্যাচ উপভোগ করতে কয়েক হাজার ক্রিকেট প্রেমী এদিন মাঠে ছিলেন।
বড়খলার মাঠিতে বিসিএল নৈশ ক্রিকেট ছিল এটি একটি ঐতিহাসিক জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। খেলা উপভোগ করতে উপস্থিত্রা এদিন আয়োজকদের আহ্বান জানান, আগামীতে যাতে আরো বৃহৎ আকারে খেলের আয়োজন করেন।