মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : হাইলাকান্দি ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা এবং গবেষণা কেন্দ্রের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়।
ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও গবেষণা কেন্দ্রের ২০২৩-২৪ সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সার্টিফিকেট ও মার্কশিট তুলে দেওয়া হল।
এবারের টাইটেল চূড়ান্ত পরীক্ষায় মোট ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন এবং দারুল ইফতাহ চূড়ান্ত পরীক্ষায় ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন উত্তীর্ণ হয়েছেন।
টাইটেল চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ১২ জনের মধ্যে প্রথম বিভাগে ৩ জন ও দ্বিতীয় বিভাগে ৯ জন উত্তীর্ণ হয়েছেন।
ইফতাহ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ১১ জনের মধ্যে প্রথম বিভাগে ৬ জন ও দ্বিতীয় বিভাগে ৫ জন উত্তীর্ণ হয়েছেন।
রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সভায় উত্তীর্ণ ছাত্রদের হাতে সার্টিফিকেট ও মার্কশিট তুলে দেন অধ্যক্ষ মুফতী আনোয়ার হোসেন তালুকদার, সরফ উদ্দিন, রশিদ আহমদ, আবু সুফিয়ান, মাওলানা আব্দুল গণি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মিসবাউর রাহমান মজুমদার।
এদিনের অনুষ্ঠানে দারুল হাদীস ও দারুল ইফতাহ চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুজন ছাত্রকে মিষ্টিমুখ করান মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা নজরুল ইসলাম চৌধুরী রাজু।
উল্লেখ্য, মাদ্রাসা শিক্ষার শীর্ষ ক্লাস অর্থাৎ দারুল ইফতাহ বরাকের মধ্যে একমাত্র ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় পাঠদান চলছে।
এখানে উপত্যকার বিদগ্ধ ইসলামিক পণ্ডিতরা অত্যন্ত সুনামের সঙ্গে ইসলামিক শিক্ষাদান করছেন। আগামী রমজান মাস থেকে ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও গবেষণা কেন্দ্রে টাইটেল ক্লাস এবং দারুল ইফতাহে ছাত্রদের ভর্তি নেওয়ে হবে এবং রমজানের পর থেকে শুরু হবে পাঠদান।