বোকাজান প্রতিনিধি : আসাম-নাগাল্যান্ড সীমান্তের বেকাজান গোহাই গ্রামে আয়োজন করা হল তিন দিনব্যাপী ভাওনা সমারোহ।
অনুষ্ঠানে সারাদেশের প্রায় একহাজার জন শিশু শল্পী এই সমারোহে অংশগ্রহণ করেন।
সমারোহ অনুষ্ঠানের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন শান্তিরাম ও শিক্ষক সুশীল ভরালী।
প্রথম বার্ষিক ভাওনা সমারোহের উদ্বোধন করেন সমাজকর্মী সঞ্জীব হাজারিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী ও শিক্ষক দেবজিৎ দাস।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও বারহোলা প্রেসক্লাবের সভাপতি মন্টুশ কানোয়ার।
বোকাজান গোহাই গ্রামের শিরোমণি শিল্পী সমাজ নৃহিংস মুরারি ও রামধেনু নাট্য গোষ্ঠী দুটি ভাওনা মঞ্চস্থ করে।
উৎসবে সন্ধ্যায় অঙ্কুরান শিশু সমাজের শিল্পীরা পরিবেশন করবে ভাওনা।
ভাওনাটি উদ্বোধন করেন অংশোক বিদ্যাপীঠের পরিচালক সুশীল বরদলই। রাত ৯টায় কৃষ্ণজ্যোতি নাট্য গোষ্ঠীর পরিবেশনায় ভাওনা হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন টিটাবরের নন্দনাথ শইকিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গুনারাম নাথ।
উৎসবের তৃতীয় দিন টিটাবর্নের বংশীগোপাল নাট্য গোষ্ঠী অংশ নেবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত শইকিয়া। এছাড়াও সন্ধ্যায় নাগবতের মণিকুট নাট্য গোষ্ঠীর পরিবেশনা থাকবে।