হাইলাকান্দির প্রতিনিধির রিপোর্ট, গণআওয়াজ : লোকসভা নির্বাচনের দিন কাছে চাপিয়ে আসার সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অন্যের দিকে কাদা ছুড়াছুড়ি তিব্রগতিতে বেড়ে চলেছে।
এতদিন কংগ্রেস বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফ দলকে বিজেপির “বি” টীম বলে তীক্ষ্ণ বাক্যবাণে আক্রমণ করে এসেছে।
কিন্তু সময়ের গতিপ্রকৃতির সঙ্গে এখন এআইইউডিএফ পাল্টা কংগ্রেসকে বিজেপির “বি” বলে আক্রমণ করতে শুরু করেছে।
এআইইউডিএফ নেতা আবুল হুসেন চৌধুরী রবিবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে এভাবেই কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে বলেন, এআইইউডিএফ বিজেপির “বি” টীম এটা ডাহা মিথ্যা কথা।
তিনি বলেন, কংগ্রেস বিজেপির “বি” টিম হয়ে কাজ করছে।
আবুল হুসেন বলেন, কংগ্রেসিরা এআইইউডিএফ দলোকে বিজেপির “বি” টিম বলে নিজেদের আসল সত্য লকাতে অপপ্রচার চালাচ্ছে।
এ অভিযোগ সম্পুর্ন মিথ্যা, এবার জনসাধারণ অধিক সচেতন তারা এ ধরনের মিথ্যা অপবাদে কান দেবেন না।
তিনি বলেন, করিমগঞ্জ লোকসভা আসনে এআইইউডিএফ প্রার্থী সাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুলের ব্যাপক জনসমর্থন রয়েছে।
তার সমাজ সেবামূলক কাজকে পুঁজি করে এখানে পারুলের অবস্থান শক্ত পর্য্যায়ে রয়েছে বলে দাবি করেন এআইইউডিএফ নেতা আবুল।
করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের হাইলাকান্দি ও করিমগঞ্জ উভয় জেলায় এআইইউডিএফ-র দলের ভালো অবস্থান রয়েছে।
তিনি আরও বলেন, এআইইউডিএফ বিধায়করা এলাকার উন্নয়নে সরকারের সাথে যোগাযোগ করেন বলে বিজেপির হয়ে গেছেন তা নয়।
জনগণের উন্নয়ন মূলক কাজকর্ম করতে গিয়ে কোন কোন সময় সরকারের সঙ্গে সম্পর্ক এবং যোগাযোগ করতে হয়। এদিন সাংবাদিক সম্মেলনে এআইইউডিএফের যুব ফ্রন্টের জেলা সভাপতি দুলন মজুমদারকে পাশে নিয়ে তিনি কংগ্রেসকে একের পর এক আক্রমণ করেন।