ধুবুরী প্রতিনিধি : গোলকগঞ্জে সন্দেহজনক বাৰ্মিজ সুপারি সহ তিনটি পিক আপ ভেন সহ চারজনকে আটক করল পুলিশ৷
সুপারিগুলো ধুবরি থেকে বেঙ্গলের দিকে নিয়ে যাওয়ার সময় গোলকগঞ্জ পুলিশ জব্দ করেছে।
এই অভিযানের নেতৃত্বে দেন গোলকগঞ্জ পুলিশের উপ পরিদৰ্শক আমিনুল হক।
আটক পিকআপ নাম্বার AS—18 AC /3173, AS 17—C/ 7711 এবং AS—17 C / 3437।
ধৃতরা হল ছাদ্দাম হুসেন, মিন্টু সেখ, রহিম বাদশা এবং জালাল উদ্দিন।
গোলকগঞ্জ থানার উপ পরিদৰ্শক আমিনুল হকের অভিযানত অঞ্চলের অবৈধ সরবরাহ এবং অপরাধ অনেকটাই হ্ৰাস পেয়েছে।